চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে পুড়ছে ৭টি দোকান। আজ সকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনার তথ্যটি নিশ্চিত করেন, সংবাদ জগৎ এর প্রতিনিধি,আশরাফ উল্লাহ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
এ অগ্নিকাণ্ডে নূর নবী, বালা সওদাগর, হাকিম সওদাগর, শুক্কুর সওদাগরের আসবাবপত্র তৈরির কাঠের দোকান, শাহ আলমের চৌকির দোকান, শফিকুল ইসলামের চায়ের দোকান ও ইকবাল সওদাগরের দরজার কারখানা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের হিসাবে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করেন।