আগামী ৪ এপ্রিল, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দুইটি প্যানেল চূড়ান্ত হয়েছে। প্যানেল পরিচিতি সভা, গণসংযোগ, প্রচারণা ও ভোটারদের মনজয় করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্যবিধি মেনে সুপরিসর স্থানে সুন্দরভাবে ভোট গ্রহণের।
গত বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্সে সভা করে প্যানেল ঘোষণা করা হয় শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন প্যানেলের।
অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার তারেক কামাল সংবাদ জগৎ কে জানান, করোনার প্রকোপ বাড়তে থাকায় বড় পরিসরে খোলামেলা জায়গায় ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছি আমরা। নির্বাচনে ২৪ জন পরিচালক নির্বাচিত হবেন ২৬৭ জন ভোটারের ভোটে। অর্ডিনারি ক্যাটাগরিতে ১৬ পরিচালক পদে ভোট দেবেন ১৪৫ জন ভোটার। অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৮ পদে ভোট দেবেন ১২২ জন ভোটার।
এ প্যানেলে অর্ডিনারি ক্যাটেগরিতে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শাহেদ সরওয়ার (ক্রাউন নেভিগেশন), আজিম রহিম চৌধুরী জিয়া (কেএমসি শিপিং লাইন), আনিস উদ দৌলা (কর্ণফুলী লিমিটেড), এএসএম সালাহউদ্দিন (কসকো শিপিং), মো. কামরু উজ জামান লিটন (সুলতান শিপিং), মোহাম্মদ আবদুল্লাহ জহির (পিআইএল বাংলাদেশ লি.), মোহাম্মদ সালাহউদ্দিন (মমতাজ শিপিং), এনামুল হক (মাল্টিপোর্ট লিমিটেড), দেবপ্রসাদ ভট্টাচার্য (বাংলাদেশ শিপিং লাইন্স ), মো. আজমির হোসেন চৌধুরী (এমএসসি মেডিটেরিয়ান শিপিং), একেএম আতিকুর রহমান (অ্যাপেক্স শিপিং), এম আলী আশরাফ আহমদ খান (বারিধি শিপিং), কপিল উদ্দিন আহমেদ (জেএস শিপিং), সরতাজ মো. ইমরান (সিমনি শিপিং), মো. দিদারুল আলম চৌধুরী (গ্লোব শিপিং) এবং মোহাম্মদ শাহীন (এভারবেস্ট শিপিং)।
অ্যাসোসিয়েট ক্যাটেগরিতে রয়েছেন- ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী (নাফ মেরিন সার্ভিস), মোস্তাফিজুর রহমান (মদিনা লজিস্টিক্স অ্যান্ড শিপিং), মো. জহিরউদ্দিন জুয়েল (সি গ্লোরি শিপিং), ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল (ডেল্টা লয়েড লিমিটেড), মোহাম্মদ মোরশেদ হারুন (অ্যানসাইন্ট স্টিমশিপ কোম্পানি), কাজি মনসুর উদ্দিন (কেএসএম শিপিং এজেন্সিজ), ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের (রিলায়েন্স শিপিং) এবং মোহাম্মদ সাইফুল কাদের (কলাম্বিয়া এন্টারপ্রাইজ লিমিটেড)।
সম্মিলিত পরিষদের প্রার্থী হয়েছেন- সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.), সৈয়দ ইকবাল আলী শিমুল (এমজিএইচ গ্রুপ), ওসমান গনি চৌধুরী (ইউএস লাইনস ওভারসিস লি.), মো. আজফর আলী (সারাফ গ্রুপ অব কোম্পানি), মামুনুর রশিদ (মানুমা শিপিং লাইনস লি.), এসএম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সিস লি.), আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান (ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস বাংলাদেশ লি.), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (ফনিক্স শিপিং লি.), মো. সাজ্জাদুর রহমান (ইনেসক্যাপ শিপিং লাইনস লি.), মুনতাসির রুবাইয়্যাত (জিবিএক্স লজিস্টিকস লি.), এটিএম শহিদুল্লাহ শহিদ (এসকেপ বাংলাদেশ লি.), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন (ইভরেট বাংলাদেশ প্রা. লি.), শহিদুল মোস্তফা চৌধুরী (স্পেক্টরাম ইন্টারন্যাশনাল), মুহাম্মদ জিয়াউল কাদের (পেনিনসুলার শিপিং সার্ভিসেস লি.), তানজিল আহমেদ রুহুল্লাহ (ইন্টারপোর্ট মেরিটাইম লি.), এসএম এনামুল হক (বেঙ্গল শিপিং লাইন্স লি.)।
অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে প্রার্থী হয়েছেন- ওয়াহিদ আলম (আল্ট্রা-মেরিটাইম-সার্ভিসেস লি.), খায়রুল আলম সুজন (ইএএস লিমিটেড), মোহাম্মদ শফিকুল আলম জুয়েল (রেডিয়েন্ট শিপিং লি.), শামসুদ্দিন আহমেদ চৌধুরী মিনার (গ্লাক্সি লাইন্স লি.), প্রবীর সিংহ (এলিট শিপিং লাইন্স), রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.), নজরুল ইসলাম (প্রাইড শিপিং লি.), নাজমুল হক (এঅ্যান্ডজে ট্রেডার্স)।
শিগগির এ পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন একজন প্রার্থী।