সমগ্র চট্টগ্রাম বিভাগের মধ্যে একমাত্র সকল প্রকার গাড়ির পার্টসের বাজার, চট্টগ্রাম শহরের মুরাদপুর হতে বিবিরহাট পর্যন্ত বিস্থিত। ছোট বড় সকল গাড়ীর পার্টসের জন্য বিখ্যাত এই অঞ্চল। এইসব পার্টস বিভিন্ন দেশ ও ঢাকা থেকে আমদানী করে থাকেন, এই এলাকার ব্যবসায়ীরা। ক্রেতাদের চাহিদানুযায়ী সকল ধরনের পার্টস বিদেশ থেকে ও ঢাকা থেকে আমদানিকৃত এই পার্টসগুলো, সাশ্রয়ী মূল্যে দিতে সক্ষম হন বলে জানান, এই এলাকার ব্যবসায়ীরা। এইসব বিষয়ে নিয়ে এই এলাকার কিছু ব্যবসায়ীরা আমাদের সংবাদ জগৎ এর প্রতিনিধি, মোহাম্মদ ইমতিয়াজ কে জানান………