চট্টগ্রামে গত মঙ্গলবার থেকে ২ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ২৯২ জন।
এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
আজ বুধবার (২৪ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
এদিকে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিনই জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছে পুলিশ। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে নগরে প্রবেশমুখে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষায় ২৬৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ২৪৩ জন এবং উপজেলায় ২৬ জন।