চট্টগ্রাম সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে লরিকে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ট্রাক চালক ও হেলপারের মৃত্যু হয়। নিহতরা হলেন- মাহবুবুল আলম (৩২) ও মো. হাবিল (২১)।
আজ বুধবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারালকান্দি এলাকার পিএইচপি গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটনার তথ্যটি নিশ্চিত করেন, সংবাদ জগৎ এর প্রতিনিধি,আশরাফ উল্লাহ।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া বলেন, মহাসড়কে চট্টগ্রামগামী একটি লরিকে পিছন থেকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও চালক নিহত হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।