চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক দুই বারের বিজয় কাউন্সিলরের বাসভবনে পুলিশের তল্লাশির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মহানগর মহিলা আওয়ামী লীগ। এক বিবৃতিতে সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম ও ফারহানা জাবেদের বাসায় সম্প্রতি তল্লাশির ঘটনায় এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন জানান, ভুয়া অভিযোগে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম ও ২৩, ২৪, ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারহানা জাবেদের ছোট ভাই সাইদুল ইসলামকে গ্রেফতার করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।
বিবৃতিতে কোনো মামলা ছাড়া তাদের ঘরে তল্লাশি করায় উদ্বেগ প্রকাশ করে হাসিনা মহিউদ্দিন বলেন, হীন স্বার্থ চরিতার্থ করতে এবং সাইদুল ইসলামকে হেয় প্রতিপন্ন করে মামলা ছাড়া থানায় আটকে রাখা হয়। কার ইন্ধনে এবং কিভাবে এ ধরনের ঘৃণ্য অপকর্ম চালানো হলো তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, প্রশাসনের কিছু অনভিজ্ঞ ও দায়িত্বহীন ব্যক্তি সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছেন। মহানগর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।