বৈশ্বিক মহামারি করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ৫ জনকে ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৪ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।তিনি সংবাদ জগৎ কে বলেন, মাস্ক না পরায় চারজনকে ২০০ টাকা করে এবং একজনকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে নগরের পাহাড়তলী সাগরিকা গরুর বাজার রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চসিক। গরুর বাজারের ভেতরে চলাচলের রাস্তায় অবৈধ দোকান নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ অভিযান চালানো হয়েছে।
এ ছাড়া ট্রেড লাইসেন্স না থাকায় ৬ ব্যবসায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাসহ ৭হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।