ঢাকার রাজধানীর মতিঝিলে মোদীবিরোধী বিক্ষোভে পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।
নুর বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ-ছাত্রলীগ যৌথভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষে আমিসহ আামাদের ৪৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় আমাদের ৩৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি। যদি আজকের মধ্যে আটকদের মুক্তি দেওয়া না হয়, তাহলে আগামীকাল বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ করা হবে।
ডাকসুর সাবেক ভিপি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন। আমরা কারও ব্যাপারে আপত্তি করিনি। আমাদের আপত্তি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। যিনি নিজ দেশেও একজন সাম্প্রদায়িক ব্যক্তি। এটা নিয়ে আমাদের একটি কর্মসূচি ছিল। সরকার তাকে আনবে সেটি সরকারের বিষয়। আমরা নাগরিক হিসেবে প্রতিবাদ করার অধিকার রয়েছে।
নুর আহত, তবে গুলিবিদ্ধ নন!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গুলিবিদ্ধ হওয়ার খবর সঠিক নয়। তবে তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
সংবাদ জগৎ কে এ তথ্য নিশ্চিত করে ইয়ামিন মোল্লা বলেন, নুর পুলিশের ছোড়া টিয়ারশেলে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হননি। ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে ভিপি নুর গুলিবিদ্ধ উল্লেখ করে পোস্ট দিলে গুজব ছড়িয়ে পড়ে।
ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতারা জানান, বিক্ষোভ থেকে পুলিশ যুব অধিকার পরিষদের সদস্য মুনতাজুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান, বনানী থানা ছাত্র অধিকার পরিষদের ইসমাইল, ঢাকা কলেজের সভাপতি নাহিদ উদ্দীন, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ ১০/১২ জন নেতাকর্মীকে আটক করেছে।