নগরীর পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মারুফ, স্থানীয় বিএনপি নেতা মো. আলীকেও আটক করে পুলিশ। এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর প্রতিনিধি,আশরাফ উল্লাহ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, চকবাজার থানায় ডা. শাহাদাতের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং এসময় আজকে বিএনপি অফিসের সামনে সংঘর্ষের ঘটনায় আরও দুজনকে আটক করা হয়।