চট্টগ্রামে গত মঙ্গলবার থেকে আরও ২১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৮৮ জন নগরীর ও ২৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯৯৬ জন। গত মঙ্গলবার থেকে ২ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯০ জন।
আজ বুধবার (৩১ মার্চ) সকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের আটটি ল্যাবে গত মঙ্গলবার ২ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৯০ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৫৪ জন এবং উপজেলায় ৩৬ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। যার মধ্যে ২৮৩ জন নগরের ও ১০৩ জন বিভিন্ন উপজেলার।