চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার ট্রাস্ট ব্যাংকে ঢুকে বোমার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় তরিকুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। আটককৃত মো: তারিকুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া চিরিঙ্গার পালাকাটা গ্রামের মুফিজুর রহমানের ছেলে।
গত বুধবার ৩১ মার্চ, সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে সে।
র্যাব’র কর্মকর্তা সহকারী পরিচালক মুশফিকুর রহমান সংবাদ জগৎ কে বলেন, তরিকুল ইসলাম সম্প্রতি পড়ালেখা শেষ করে বাসায় বসে হতাশায় ভুগছিলো। হতাশা থেকেই সে ব্যাংক কর্মকর্তাদের বোমার ভয় দেখিয়ে ২০ লক্ষ টাকা হাতিয়ে নিতে চেয়েছিল।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ব্যাংকে গ্রাহক সেজে ঢুকে আটককৃত যুবক। পরে সাড়ে পাঁচটার দিকে পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে ব্যাংক থেকে তাকে আটক করা হয় বলে জানান তিনি।