বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে বাংলাদেশে কেন্দ্রীয় সার্ভার সমস্যায় সাময়িক বন্ধ থাকবে পাসপোর্ট নবায়ন। লেবাননে বাংলাদেশের নাগরিকদের এম আর পি পাসপোর্ট নবায়ন সার্ভার সমস্যায় সাময়িক বন্ধ থাকবে। আগামী ৫ই এপ্রিল ২০২১ রোজ সোমবার থেকে ১৬ই এপ্রিল ২০২১ রোজ শুক্রবার পর্যন্ত।
গত শুক্রবার (২এপ্রিল) এ তথ্যটি সংবাদ জগৎ কে নিশ্চিত করেন লেবানন প্রতিনিধি, এ কে আজাদ।