লেবাননে ইউরোপীয় ইউনিয়ন একটি কার্যকর সরকার গঠনের আহ্বান জানিয়েছে । গত বৃহস্পতিবার ইউএ’র আন্তর্জাতিক ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার লেনারচিস এই আহ্বান জানিয়েছেন। লেবাননে আর্থিক বিপর্যয় ও সংকট দেখা দেয়। , এমন ব্যবস্থাকে সমর্থন করবে না আন্তর্জাতিক সম্প্রদায়।
গত শুক্রবার (২এপ্রিল) লেবাননে ইউরোপীয় ইউনিয়ন একটি কার্যকর সরকার গঠনের আহ্বান জানিয়েছে । এ তথ্যটি সংবাদ জগৎ কে নিশ্চিত করেন লেবানন প্রতিনিধি, এ কে আজাদ।
লেবানন পরিস্থিতি নিয়ে লেনারচিস বলেন, ‘দেশটিকে সঠিক পথে নেবে এবং দেশের জনগণের যে আত্মবিশ্বাস রয়েছে, তা কাজে লাগাবে, এমন একটি কার্যকর সরকার আমাদের প্রয়োজন। তিনি বলেন, ‘আমি শুধু অর্থনৈতিক পুর্নগঠনের কথা বলছি না শাসনব্যবস্থার পুর্নগঠনের কথাও বলছি। লেনারচিস তিনি আরো বলেন, এটা লেবাননের বাস্তবতা আমরা দেখতে চাই, লেবাননের সব ধরনের রাজনীতি ও মতাদর্শের লোক ঐক্যবদ্ধ হয়ে এই পুর্নগঠনের কাজ করতে হবে।