চট্টগ্রাম মুক্তিযুদ্ধের সংগঠক, বোয়ালখালী থানা আওয়ামী লীগের সহ সভাপতি, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন আহমেদ মিয়া মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
আজ শনিবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৮টায় নগরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়। কামাল উদ্দিন আহমেদ মিয়া মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর প্রতিনিধি,আশরাফ উল্লাহ।
কামাল উদ্দিন আহমেদ মিয়া প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেড এর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রোগী কল্যাণ সমিতির নির্বাহী সদস্য ছিলেন। বাদ আছর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান মরহুমের পুত্র সাইফ পাওয়ারটেক লিমিটেড এর পরিচালক নিজাম উদ্দিন।