বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ চৌধুরীর সহধর্মিণী মর্জিনা বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শোক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একজন রাজনীতিকের জীবনে স্ত্রীর ভূমিকা অনন্য।
একজন ব্যক্তিকে রাজনীতিক হয়ে ওঠার পেছনে সাহস, শক্তি সঞ্চার করেন তার স্ত্রী। নূর মোহাম্মদ চৌধুরী ছিলেন জাতির জনকের আদর্শে নিবেদিত একজন আওয়ামীলীগ নেতা। ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের অগ্রসেনানী জয় বাংলা স্বেচ্ছাসেবক বাহিনীর চট্টগ্রাম বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ চৌধুরীর সকল আন্দোলন-সংগ্রামে তার স্ত্রী মর্জিনা বেগম ছিলেন নেপথ্য শক্তি।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।