1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান আরিফ - Songbadjogot.com
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান আরিফ

সংবাদ জগৎ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৯৫ বার ভিউ
বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান আরিফ

আজ ৫ এপ্রিল, সোমবার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে নির্বাচনী তফসীল অনুযায়ী নবনির্বাচিত পরিচালকদের সর্বসম্মত ভোটে সভাপতি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ।এ নির্বাচনে অর্ডিনারি ক্যাটাগরি থেকে ১৬ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে ৮ জন পরিচালকও নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ  মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.)। সৈয়দ ইকবাল আলী (ট্রান্সমেরিন লজিস্টিকস লি.) সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মো. রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য গতকাল রোববার (৪ এপ্রিল) নগরের হোটেল আগ্রাবাদের ইছামতি হলে উৎসবের আমেজে প্রায় শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অর্ডিনারি ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালকরা হলেন সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.), সৈয়দ ইকবাল আলী (ট্রান্সমেরিন লজিস্টিকস লি.), ওসমান গনি চৌধুরী (ইউএস লাইনস ওভারসিস লি.), মো. শাহেদ ছরওয়ার (ক্রাউন নেভিগেশন কোম্পানি প্রা. লি.), মো. আজফার আলী (সারাফ শিপিং এজেন্সি), মামুনুর রশিদ (মানুমা শিপিং লাইনস লি.), এসএম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সিস লি.), আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান (ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস বাংলাদেশ লি.), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (ফনিক্স শিপিং লি.), মোহাম্মদ আবদুল্লাহ জহির (পিআইএল বাংলাদেশ লি.), মো. সাজ্জাদুর রহমান (ইনেসক্যাপ শিপিং লাইনস লি.), মুনতাসির রুবাইয়াত (জিবিএক্স লজিস্টিকস লি.), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন (ইভারেট বাংলাদেশ প্রা. লি.), মুহাম্মদ জিয়াউল কাদের (পেনিনসুলার শিপিং সার্ভিসেস লি.), তানজিল আহমেদ রুহুল্লাহ (ইন্টারপোর্ট মেরিটাইম লি.) এবং এসএম এনামুল হক (বেঙ্গল শিপিং লাইন্স লি.)।

অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ওয়াহিদ আলম (আল্ট্রা-মেরিটাইম সার্ভিসেস লি.), খায়রুল আলম সুজন (ইএএস লিমিটেড), মোহাম্মদ শফিকুল আলম জুয়েল (রেডিয়েন্ট শিপিং লি.), শামসুদ্দিন আহমেদ চৌধুরী মিনার (গ্যালাক্সি লাইন্স লি.), প্রবীর সিংহ (এলিট শিপিং লাইন্স), মো. রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.), মো. নজরুল ইসলাম (প্রাইড শিপিং লি.) এবং নাজমুল হক (এঅ্যান্ডজে ট্রেডার্স)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর