চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ঝাউতলা রেললাইন সংলগ্ন রেলওয়ের সেতু বিভাগের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত সোমবার (৫ এপ্রিল)রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার তথ্যটি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর প্রতিনিধি,আশরাফ উল্লাহ।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশন থেকে ৬টি গাড়ি পাঠানো হয়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নির্বাপণে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে একটি রেলওয়ের সেতু বিভাগের গুদামের ক্ষতি ছাড়াও একটি কাঁচা দোকা পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস।