নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসালামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাওয়ের খবর সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের বাড়িতে হামলা হয়েছে।
এ ঘটনায় ‘হেফাজতের নেতাকর্মী’দের অভিযুক্ত করে গত মঙ্গলবার বিকালে আক্রান্ত সাংবাদিক হাবিবুর রহমান সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান।
তিনি বলেন, তার আগে সোমবার রাতে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর ভান্টি চর এলাকায় হেফাজতের নেতাকর্মীরা স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
হামলার শিকার হাবিবুর রহমান ‘চ্যানেল এস’ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের সোনারগাঁ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
হাবিবুর জানান, তার আগের শনিবার রয়েল রিসোর্টে মামুনুল হকের অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে অন্য সাংবাদিকদের সঙ্গে তিনিও সংবাদ সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন।
এরপর, সোমবার রাতে বাড়িতে ঘুমিয়ে থাকাকালে হেফাজতের নেতাকর্মীরা হামলা চালায় বলে তিনি জানান।
“আমি ক্ষমা না চাওয়ার কারণে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।”
হাবিবের ছোট ভাই মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টার দিকে হেফাজতের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা করে। তারা ঘরের আসবাবপত্র ভাংচুর করে। তার ভাইকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে যায়।
মোফাজ্জল বলেন, “মামুনুল হকের বাহিনী হাবিবকে কয়েক দফায় লাঠি দিয়ে পিটিয়েছে। মারধর করে তার দাঁত ভেঙে ফেলেছে।”
“ভাইকে বাঁচাতে না পেরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দিই। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের কাছ থেকে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
সাংবাদিক হাবিবকে ফেইসবুক লাইভে এনে মাফ চাওয়ানোর চেষ্টার ওই ভিডিও সোমবার রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, কয়েক জন মিলে হাবিবকে ধরে তাদের ‘হুজুর’ মামুনুল হকের কাছে মাফ চাইতে বলছেন। হাবিব যতবারই বলছেন ‘যদি ভুল করে থাকি’ ততবারই ভুল স্বীকার করার জন্য পুনরায় মাফ চাওয়ার জন্য চাপ দিতে দেখা গেছে।