চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় কেটে অবৈধ ভাবে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে।
আমাদের প্রতিনিধির সূত্রে জানা যায়, ওই এলাকার স্থানীয় কিছু ব্যাক্তিরা ( ইলিয়াছ মিয়া ওরফে ইলিয়াছ খান পিতাঃ দুলাল মিয়া। সর্ব স্থায়ী ঠিকানা –সিনামাছি মন মিয়া সর্দারের বাড়ি , ডাক- বিটঘর,থানা- নবীনগর, জেলা ব্রাক্ষনবাড়ীয়া। বর্তমানে- বাসা নং-২১৯ বল্ক-এন কবল্যধাম হাউজিং সোসাইটি, থানা- আকবর শাহ জেলা- চট্টগ্রাম )।
আজ বৃহস্পতিবার ( ৮এপ্রিল) এ তথ্যটি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর প্রতিনিধি,আসিফ আকবর।
এ বিষয়ে আরও জানা যায়, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নাকের ডগায় এই পাহাড় গুলো কেটে অবৈধ ভাবে স্থাপনা তৈরি করে যাচ্ছেন। এবং সেগুলো ভরাট করে এই সব সরকারি সম্পত্তি ভিবিন্য জনের কাছে উচ্ছ মূল্যে বিক্রি করেন। এই বিষয় নিয়ে আমাদের সংবাদ জগৎ এর প্রতিনিধি,আকবর শাহ থানা কর্মকর্তা ও স্থানীয় অভিযুক্ত ব্যাক্তিদের সাথে যোগাযোগ করলে, তারা এই বিষয়ে কোন সদ্দুক্তর দিতে পারেনি। উপরোন্ত সংবাদ জগৎ এর প্রতিনিধির সাথে উক্তত্য বাক্য বিনিময় করে।