জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংবাদ জগৎ কে এ কথা জানিয়েছেন।
হাসান শাহরিয়ার দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ছিলেন। ৮ এপ্রিল রাতে করোনার উপসর্গ নিয়ে হাসান শাহরিয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
হাসান শাহরিয়ার আগে থেকে ফুসফুসের রোগে ভুগছিলেন।
হাসান শাহরিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।