চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় বৈদ্যুতিক সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে চারটি দোকান। সোমবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মন্নান সংবাদ জগৎ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ইপিজেড মাইলের মাথা এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি। এরপর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’