চট্টগ্রাম নগরীর করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৬টি অভিযানে ২৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সাড়ে ৪ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করেছেন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ সোমবার (১২ এপ্রিল) এসব তথ্য সংবাদ জগৎ কে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় ৫টি মামলা দায়ের করে ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় ৭টি মামলা দায়ের করে ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত কোতোয়ালী, সদরঘাট, ডবলমুরিং এলাকায় ৪টি মামলা দায়ের করে ৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বায়েজিদ ও খুলশী মোড় এলাকায় ১টি মামলা দায়ের করে ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী চকবাজার ও বাকলিয়া এলাকায় ৩টি মামলা দায়ের করে ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় ৩টি মামলা দায়ের করে ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।