আজ ভোড়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি কাল বৈশাখীর আঘাত এনেছে। এই আঘাতে অর্দ শতাধিক ঘড়বাড়ির ক্ষয়-ক্ষতি হয়ছে বলে জানা যায়।
আজ শনিবার (১৭এপ্রিল) এ ত থ্যাটি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর প্রতিনিধি, মুচাং মং।
রাঙ্গামাটির বঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে বৈশাখীর আঘাতে লন্ড-ভন্ড হয়ে যায় সবকিছু। এতে করে গাছ পালা উপরে পরে সড়কগুলোতে, কিছুটা যান চলাচলেও বিঘ্ন ঘঠে বলে জানা যায়।