চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার আফজালনগর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকার মূল্যের ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। আটককৃতরা হলেন, ট্রাক চালক মো. আবুল হোসেন (৩২) ও হেলপার মো. মানিক মিয়া (২৯)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁঞা এ তথ্য জানান ও বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে।
এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আফজালনগর এলাকায় একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ট্রাকের কেবিনের ভেতর ড্রাইভারের সিটের পিছন থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৪টি ইট সদৃশ কালো রঙের স্কচটেপ পেঁচানো প্যাকেট থেকে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা।
আটককৃত চালক ও হেলপার জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজারের কয়েকটি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ সারা দেশে বিক্রি করেন। তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।