রাঙামাটিতে গাউছিয়া কমপ্লেক্স তাহের শাহ জামে মসজিদের শুভ উদ্ধোধন রাঙামাটিতে গাউছিয়া কমপ্লেক্স তাহের শাহ জামে মসজিদের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ( ২৩এপ্রিল) জুমার নামাজের পূর্বে রিজার্ভমুখের নবনির্মিত মসজিদের শুভ উদ্ধোধন করেন রাঙামাটি জেলা আওয়ামিলীগ।
আজ শনিবার (২৪এপ্রিল) এ তথ্যটি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি, শাকিল মন্ডল।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক,জেলা পরিষদের সদস্য ও গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আহবায়ক হাজ্বী মোঃ মুছা মাতব্বর। এসময় গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব আবু ছৈয়দ,সদস্য জানে আলম,কাজী নজরুল ইসলাম সহ জেলা,শহর ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দরা ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
উদ্ধোধন শেষে পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার সালাত আদায় সহ করোনা পরিস্থিতি থেকে বিশ্বকে মুক্তি, মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।