সুবলং ঝর্ণা এলাকায় ইউএনও’র স্পিড বোর্ডের দূর্ঘটনা। রাঙ্গামাটিতে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হকের স্পিড বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন চালিত ছোট নৌকার এক যাএী পানিতে ডুবে মারা গেছে। নিহতের নাম শান্তিরঞ্জন চাকমা (৩৭)। তার বাড়ি সুবলং ইউনিয়নের শিলারধাক গ্রামে বলে যানা গেছে।গত রোববার (২৫এপ্রিল) দুপুরে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের সুবলং ঝর্ণার পাসে এই ঘটনা ঘটে।
আজ সোমবার (২৬এপ্রিল) এ তথ্যটি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি শাকিল মন্ডল।
প্রতাক্ষদর্শী সুবলং ঝর্ণার পর্যটন কেন্দ্র ও রেষ্টুরেন্টে ব্যবস্থাপক নিরঞ্জয় চাকমা বলেন – নিহত শান্তিরঞ্জন চাকমা ও স্থানীয় বিমল চাকমা গত রোববার সুবলং থেকে ফিরিছেলেন। ফেরাপথে ইউএনও’র স্পিড বোর্ডটির সঙ্গে তাদের ছোট নৌকাটির ধাক্কা লাগে। এতে বিমল চাকমা পানিতে লাফ দিয়ে প্রাণে বাচলেও শান্তি রঞ্জন চাকমা পানিতে ডুবে নিহত হন।
ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল গত বোরবার বিকালে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সুএে জানা গেছে- গত রোববার সকালে সুবলং ঝর্ণা এলাকা ও শিলারধাক গ্রাম পরিদর্শনে যান বরকল উপজেলা নির্বাহী অফিসার। সেখান থেকে ফেরার পথে তার স্পিড বোর্ডের ধাক্কায় আঘাত প্রাপ্ত হয়ে পানিতে ডুবে মারা যান শান্তি রঞ্জন চাকমা।