সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রিয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির কেন্দ্রীয় আমির আল্লামা জুয়ায়েদ বাবু নগরী। গত রবিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি ফেসবুক লাইভে আসেন।
নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে মাত্র ১ মিনিট ২৪ সেকেন্ডের লাইভ ভিডিওতে দলটির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিন পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন, ঈমান আক্বিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
তিনি আরও বলেন, দলের গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবারও হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।
আরও পড়ুন>>>>>>>