হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা জুয়ায়েদ বাবু নগরী ফেসবুক লাইভে এসে দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দলটি।
আজ সোমবার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির মহাসচিব এবং বর্তমান কমিটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক ভিডিও বার্তায় এ কমিটি ঘোষণা করেন।
উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে জানিয়ে ভিডিও বার্তায় আল্লামা নুরুল ইসলাম বলেন, গত রবিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে ফেসবুক লাইভে এসে মাত্র ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় আমির আল্লামা জুয়ায়েদ বাবু নগরী।
তিনি বলেছিলেন আহ্বায়ক কমিটির মাধ্যমে আবারও হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে। সেই দায়িত্বটি আমাকে পালনের নির্দেশ দেন।
তার নির্দেশমতউপদেষ্টা কমিটির সিদ্ধান্তমতে হেফাজতের আগামীর সব কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করছি।’
পাঁচ সদস্যের এ আহবায়ক কমিটিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আল্লামা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। সংগঠনের আমির হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরী পুনরায় দায়িত্ব নিয়েছেন। আহায়ক কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আল্লামা নুরুল ইসলাম।
তাছাড়া এ আহ্বায়ক কমিটিতে আরো দুজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন মাওলানা সালাহউদ্দীন নানুপুরী এবং দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান।
বর্তমান আহবায়ক কমিটি তাদের সাংগঠনিক কার্যক্রম সুচারুরুপে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে ভিডিও বার্তায় বর্তমান কমিটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, আজ থেকে আহায়ক কমিটি তাদের কার্যক্রম শুরু করবেন।
আরও পড়ুন>>>>>>