1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৪৫ - Songbadjogot.com
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৪৫

সংবাদ জগৎ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৩৪ বার ভিউ

প্রাণঘাতি করোনাভাইরাসের তাণ্ডবে যেখানে দিশেহারা বিশ্ব,সেখানে মৃত্যুহীন দিন মানে স্বস্থি। এবার সে স্বস্থির নিঃশ্বাস ফেলল চট্টগ্রাম। কারণ চলতি মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই এই ভাইরাসের ছোবলে ২ থেকে ১১ জন পর্যন্ত প্রাণ হারিয়েছেন। গড়েছেন করোনায় মৃত্যুতে চট্টগ্রামে রেকর্ড। গত সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সিভিল সার্জনের প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুহীন দিন দেখল চট্টগ্রামবাসী।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। এর মধ্য দিয়ে বেশ কয়েক দিন পর করোনায় মৃত্যুহীন দিন দেখল চট্টগ্রামবাসী। তবে এ সময়ের মধ্যে ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৪০ জনে।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৮৭ নমুনা পরীক্ষায় ২৪৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ১৭৯ জন এবং উপজেলার ৬৬ জন।

জানা গেছে, গত সোমবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে নয়জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৪৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২৭ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৭ জন এবং মেডিকেল সেন্টার ল্যাবে ছয়জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের (কঠোর বিধিনিষেধ) পর গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ১২ মামলায় মোট ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য ৮০০ পিস মাস্কও বিতরণ করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।

করোনার আরও খবর পড়ুন>>>>>>>>>

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর