ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক থেকে গত সোমবার (২৬এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চুরি হওয়া নবজাতককে ১৬ ঘন্টা পর গত মঙ্গলবার (২৭এপ্রিল) সকাল- (১০) টার দিকে উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-(৬) এর সদস্য।
কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর দাসপাড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়, এ সময় র্যাব জাহাঙ্গীর হোসেনের স্ত্রী প্রিয়া খাতুন কে আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়টি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি, সুমন হোসেন।
উদ্ধারের পর নবজাতকটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে র্যাব-৬। কন্যা নবজাতকটি ঝিনাইদহ শহরের বলিদাপাড়ার মনিরুল ও শাবানা বেগম দম্পতির। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, গত সোমবার সন্ধ্যা সাড়ে (৬) টার দিকে সেবা ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতকটি নিশ্চিন্তপুর এলাকা থেকে গত মঙ্গলবার সকাল-(১০) টার দিকে উদ্ধার করা হয়েছে। এ সময় নবজাতকটি পিয়া নামে এক নারীর কাছে পাওয়া যায়,ওই নারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য- ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে সিজারের তিন ঘন্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যা সাড়ে- ৬ টার দিকে ক্লিনিকের (২০৩) নম্বর ওয়ার্ডের কেবিন থেকে নবজাতকটি চুরি হয়।
সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিক আব্দুল হামিদ জানান- গত সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে ডা: প্রবীর কুমার ও ডাঃ- প্রফুল্ল কুমার মজুমদার সিজারের মাধ্যমে মনিরুল ইসলাম ও শাবানা দম্পতির একটি কন্যা সন্তান জন্ম নেয়। মা ও নবজাতক সুস্থ ছিল, তাদের বাড়ি উপজেলার বলিদাপাড়ায় মাগরিবের আজানের সময় নাকি নবজাতকটি চুরি হয়।
আরও পড়ুন>>>>>>>>