প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটিতে জেলা আওয়ামী- যুবলীগের উদ্যোগে দরিদ্র কৃষকদের ধান কাটা কর্মসূচী পালন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শহরের সাপছড়ি ইউনিয়নসহ কয়েকটি এলাকায় কৃষকদের জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেয় রাঙামাটি যুবলীগের নেতৃবৃন্দরা। এ তথ্যটি নিশ্চিত করেন সংবাদ জগৎ এর রাঙ্গামাটি প্রতিনিধি, শাকিল মন্ডল।
যুবলীগের ধান কাটা কর্মসূচীতে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী-যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, সহ-সভাপতি শহীদুল আলম স্বপন, সদর থানা যুবলীগ সভাপতি মোঃ আবু মুছা, সাধারণ সম্পাদক নতুন ত্রিপুরা, শহর যুবলীগ সভাপতি মোঃ আবুল খায়ের রাফি, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব খান প্রমূখ।
জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ও কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে আমরা যুবলীগের নেতৃত্বে কৃষকদের ধান কেটে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।