ঝিনাইদহের শৈলকুপায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন।
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে গত বুধবার (২৮এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন, সংবাদ জগৎ এর মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি, সুমন হোসেন।
নিহতরা হলেন দুধসর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেনু বেগম- বড়দাহ গ্রামের ইনছান আলীর ছেলে সজিব হোসেন ও ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন জানান, দুপুরে ইজিবাইকে কয়েকজন যাত্রী ঝিনাইদহ সদর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিলেন। পথে দুধসর আশ্রয়ণ প্রকল্প এলাকায় সামনে থাকা প্রাইভেটকারটিকে ওভারটেক করতে যায় ইজিবাইকটি। সে সময় প্রাইভেটকারে ধাক্কায় ছিটকে পড়ে এটি। এতে ঘটনাস্থলেই রেনু বেগম নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর মারা যান সজিব ও জহুরা। আহতরা ওই হাসপাতালেই ভর্তি আছেন।