আমাদের দেশে বর্তমানে ট্রেন্ডিং মোবাইল গেমগুলোর মধ্যে অন্যতম হলো Free Fire।তাই ছোট ছোট শিশু-কিশোররা ছাড়াও অনেক প্রাপ্তবয়ষ্ক ব্যক্তিও নিজের বিনোদনের মাধ্যম বা সময় কাটানোর মাধ্যম হিসেবে এই গেমটি খেলে থাকি। যদিও মোবাইল গেমস আমাদের জন্য বিনোদনের একটি মাধ্যম মাত্র, কিন্তু বর্তমানে আমরা অনেকেই মোবাইল গেমগুলোর প্রতি ক্রমশই আসক্ত হয়ে পড়েছি৷ যার কারনে আমরা ক্রমেই আমাদের পরিবার, আমাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি৷ আমরা আমাদের ভার্চুয়াল লাইফটাকে আমাদের রিয়াল লাইফ থেকে গুরুত্বপূর্ণ মনে করা শুরু করেছি। অনেক কিশোরকে দেখা যায় আড্ডার স্থলে এসেও সে গেম খেলায় ব্যস্ত থাকে৷ এসকল কারণে আমাদের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখিন হতে হয়ছে বা হতে হচ্ছে। আমরাপরিবারের সকল সদস্য সহ অনলাইন গেমিং প্লাটফর্মের সকলকে অনুরোধ করছি, আমরা যেনো গেমসগুলোকে শুধুমাত্রই বিনোদন এবং অবসর সময় কাটানোর মাধ্যম হিসেবে ব্যবহার করি। প্রিয়জনকে সময় দেই। পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি না করি। নিজ নিজ ধর্ম পালন করি এবং সর্বোপরি একটি সুস্থ এবং নিয়মমাফিক জীবন পরিচালনা করি। এছাড়া Free Fire এর গিল্ডগুলো যারা পরিচালনা করে থাকেন তাদের প্রতিও আমাদের একটি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের গিল্ডের জুনিয়র গেমারদের প্রতি আরো অধিক যত্নশীল হবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন যেনো তাদের Free Fire এর প্রতি আসক্তি এমন পর্যায়ে না পৌছায় যাতে করে কেউ এইরকম একটি পদক্ষেপ নিয়ে ফেলে।এভাবেই আমাদের সকলের মিলিত প্রচেষ্টাতেই আমরা পারবো এইসকল অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে পরিহার করতে।