রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ শাকিল মন্ডল। অবশেষে বারেক হাওলাদার চোখের অপারেশ চট্রগ্রাম মির্জাপূল দৃষ্টিসেবা ক্লিনিকে সফল ভাবে অস্ত্র পাচার এবং চোখের ল্যাঞ্চ প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বরকল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব (সাইফুল ইসলাম মনিরের) ব্যক্তিগত উদ্যোগে ভূষনছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের প্রবীন আওয়ামী নেতা বারেক হাওলাদারের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। সাইফুল ইসলাম মনির তার এই মানোবিক সহযোগীতায় আব্দুল বারেক হাওলাদার দুটি চোখে ল্যাঞ্চ স্থাপন করা সম্ভব হয়েছে। আজ সকালে বারেক হাওলাদারকে সংগে করে চট্রগ্রাম নিয়েযান বরকল উপজেলা ছাত্রলীগের সভাপতি (মোঃ বেলাল খান) সাইফুল ইসলাম মনির তার ব্যক্তিগত পক্ষ থেকে বারেক হাওলাদার জন্য সবাইকে দোয়া চাই, যাহাতে প্রবিন আওয়ামীগ নেতা বারেক হাওলাদার পূনুরায় দৃষ্টি শক্তি ফিরে পান।