প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়লেো মা মাছ | Halda River| Fish Egg | songbadjogot চট্টগ্রামের হালদায় নমুনা ডিম ছাড়লেও পরিবেশ অনুকূলে না থাকায় পুরোপুরি ডিম ছাড়েনি মা মাছ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর থেকে জোয়ারের সাথে নদীতে লবণাক্ত পানির পরিমাণ বেশি থাকায় মা মাছ ডিম ছাড়েনি বলে জানান হালদার গবেষক। সংবাদ জগৎ-‘সাদা কালোর সন্ধানে’ একটি ব্যতিক্রম সংবাদসেবী প্রতিষ্ঠান। জনগণের সমর্থনই সংবাদ জগতের পথচলা। আমরা সমসাময়িক সংবাদ পরিবেশেনের পাশাপাশি ডকুমেন্টারি, লাইভ, সরাসরি সাক্ষাতকার, সংবাদ সম্মেলন প্রভৃতি বিষয় কাভার করে থাকি। আর সংবাদ উপযোগী ঘটনা পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়ঃ songbadjogot24@gmail.com । এক্ষেত্রে তথ্য সরবরাহকারীর সর্বোচ্চ প্রাইভেসি বজায় রাখতে সংবাদ জগৎ বদ্ধপরিকর। পাশে থাকুন… #1stforbangladesh #Halda_River #Fish_Egg