চামিরার নৈপুণ্যে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা। বাংলাদেশকে ৯৭ হারিয়েছে লঙ্কানরা। অতিথিদের দেয়া ২৮৭ রানের টার্গেটে ১৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ শেষ ওয়ানডেতে এসে হারলো শ্রীলঙ্কার কাছে। ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেম ৪২.৩ ওভারে মাত্র ১৮৯ তুলতেই হারিয়েছে সব উইকেট।
দুষ্মন্ত চামিরার তোপের মুখে দাঁড়াতে পারেনি বাংলাদেশ টপ অর্ডার। দলীয় ২৮ রানের মধ্যে ফেরেন নাইম, সাকিব ও তামিম। ২৮ কোরে মেন্ডিসের বলে আউট হন মুশফিকুর রহিম। ৫১ রানে ফেরেন মোসাদ্দেক সৈকত। মাহমুদউল্লাহ থামেন ৫৩ রানে। পরে আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। এর আগে, কুশল পেরেরার সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পায় শ্রীলঙ্কা। শেষ দিকে, ধনাঞ্জয় সিলভার ৫৫ রানের ইনিংসে ২৮৬ এর পুঁজি পায় অতিথিরা। ৪৬ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।
লঙ্কানদের প্রথমবার সিরিজে হারালেও হোয়াইটওয়াশের দারুণ সুযোগটা হাতছাড়া করল বাংলাদেশ।