আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ৬ জন আটক | ধর্ষণ | Savar Rape | songbadjogot
প্রতিবেদকের নাম
আপডেটের সময় :
শনিবার, ২৯ মে, ২০২১
১১৪
বার ভিউ
আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ৬ জন আটক | ধর্ষণ | Savar Rape | songbadjogot আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ৬ জনকে আটকের পাশাপাশি জব্দ করা হয়েছে বাস। ভুক্তভোগী তরুণীর ভাষ্য, শুক্রবার বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন তিনি। আশুলিয়ায় পৌঁছাতে গভীর রাত হয়ে যায়। সেখান থেকে টঙ্গীর একটি বাসে ওঠেন। কিন্তু ওই বাসটি টঙ্গী না গিয়ে পুনরায় আশুলিয়ার দিকে ফিরে আসে। আশুলিয়া বাজার গরুর হাট এলাকায় তাকে দলগতভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে তরুণী। সংবাদ জগৎ-‘সাদা কালোর সন্ধানে’ একটি ব্যতিক্রম সংবাদসেবী প্রতিষ্ঠান। জনগণের সমর্থনই সংবাদ জগতের পথচলা। আমরা সমসাময়িক সংবাদ পরিবেশেনের পাশাপাশি ডকুমেন্টারি, লাইভ, সরাসরি সাক্ষাতকার, সংবাদ সম্মেলন প্রভৃতি বিষয় কাভার করে থাকি। আর সংবাদ উপযোগী ঘটনা পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়ঃ songbadjogot24@gmail.com । এক্ষেত্রে তথ্য সরবরাহকারীর সর্বোচ্চ প্রাইভেসি বজায় রাখতে সংবাদ জগৎ বদ্ধপরিকর। পাশে থাকুন… #সংবাদ_জগৎ #songbad_jogot #Savar_Rape #ধর্ষণ