পদ্মা সেতুর ৪টি পিলারের পাশ থেকে সরকারি প্রকল্পের নামে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। এর ফলে পদ্মাসেতুর মত জাতীয় গুরুত্বপূর্ণ একটি স্থাপনা ঝুঁকির মুখে পড়তে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের। সেই সাথে বালু উত্তোলনের কারণে বর্ষার আগেই ভাঙন শুরু হয়েছে শরীয়তপুর ও মাদারীপুরের কিছু এলাকায়।