রাঙ্গামাটি প্রতিনিধিঃ শাকিল মন্ডল
রাঙামাটির বরকল উপজেলাধীন ছোট হরিনা বাজারে ভয়াবহ আগুনে অন্তত ২৫ এর অধিক দোকান ও ঘরবাড়ি পুড়ে গেছে।
৩১শে মে রাত দেড়টার দিকে ধারণা করা হচ্ছে আবু আহমেদ এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
একটি সূত্র থেকে আরো জানাগেছে, কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ইকবাল জানিয়েছেন রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বাজারের দোকানগুলোতে রক্ষিত জ্বালানী গ্যাস সিলিন্ডারগুলো ব্ল্যাষ্ট হয়ে আগুনের লেলিহান শিখা আশে-পাশের ঘরবাড়িতে পৌছে যায়।
ভাল যোগাযোগ ব্যবস্থা ও ফায়ার সার্ভিস না থাকায় এবং ঘটনাস্থলে না পৌছানোয় মাত্রাতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদের কারনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দাউ-দাউ করে আগুন জেলেছে।
এদিকে বরকল উপজেলা নির্বাহী অফিসার মো: জুয়েল রানা আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে অন ষ্পট দূর্যোগ ত্রান মন্ত্রণালয়ের অধীনে ৩০০০ টাকা করে দেওয়া হবে, এবং ২৩ জনের লিষ্ট করা হয়েছে,পরে আবেদনের মাধ্যমে ঢেউটিন ও অন্যান্য সরাঞ্জাম বিতরণ করা হবে।
আগুনের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি দূঃখো প্রকাশ করে বলেন,যোগাযোগ ব্যবস্থা ও ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরী হয়েছে,এই বিষয়ে জেলা প্রশাসক মহোদয় এর সাথে কথা বলে একটি তদন্ত কমিটি করা হচ্ছে।