বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে সাংবাদিক নেতারা আল্টিমেটাম দিয়েছেন। গাজীকে গ্রেপ্তার করায় তারা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। বৃহস্পতিবার সমাবেশে সাংবাদিক নেতারা এই আল্টিমেটাম দেন।
সমাবেশে প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ বলেন, ‘রুহুল আমিন গাজীকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি, হাইকোর্ট থেকে তিনি জামিনে আছেন এবং নিম্ন আদালত সেটা কনফার্ম করেছেন। কিন্তু সেই মামলায় হাজিরার দোহাই দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
জাতীয় প্রেস ক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনকে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমরা এই প্রতিবাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দেই এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাকেও জানিয়ে দেই—সাংবাদিকদের ওপর নিপীড়ন নির্যাতন মেনে নেওয়া হবে না।’
সমাবেশে ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, ‘আজকের মধ্যে যদি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে মুক্তি দেওয়া না হয় তাহলে লাগাতার কর্মসূচি করা হবে এবং রুহুল আমিন গাজীসহ সব সাংবাদিকের মুক্তির দাবিতে ডিইউজের উদ্যোগে আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’
ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রোকন, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসীন প্রমুখ।