স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব, রাষ্ট্রীয় পদক ও সনদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সকালে টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি। মন্ত্রী ইন্ডিপেনডেন্টকে বলেন, ‘সিদ্ধান্ত চূড়ান্ত হলেও এ সংক্রান্ত গেজেট এখনো হয়নি। গেজেটের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলেও রাষ্ট্র মুক্তিযোদ্ধা হিসেবে তাদের মর্যাদা বাতিল করেনি।