ছিনতাই হলো পরিকল্পনা মন্ত্রীর মোবাইল I ছোঁ মেরে পরিকল্পনা মন্ত্রীর হাত থেকে আইফোন নিয়ে গেলো ! এবার ছিনতাই হলো খোদ পরিকল্পনা মন্ত্রীর মোবাইল। এ ঘটনায় মামলাও হয়েছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার করা যায়নি ফোনটিও। পুলিশ বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খোঁজা হচ্ছে আসামীকে। ছিনতাই হলো খোদ পরিকল্পনা মন্ত্রীর মোবাইল I #ছিনতাই_হলো_খোদ_পরিকল্পনা_মন্ত্রীর_মোবাইল সংবাদ জগৎ-‘সাদা কালোর সন্ধানে’ একটি ব্যতিক্রম সংবাদসেবী প্রতিষ্ঠান। জনগণের সমর্থনই সংবাদ জগতের পথচলা। আমরা সমসাময়িক সংবাদ পরিবেশেনের পাশাপাশি ডকুমেন্টারি, লাইভ, সরাসরি সাক্ষাতকার, সংবাদ সম্মেলন প্রভৃতি বিষয় কাভার করে থাকি। আর সংবাদ উপযোগী ঘটনা পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়ঃ songbadjogot24@gmail.com । এক্ষেত্রে তথ্য সরবরাহকারীর সর্বোচ্চ প্রাইভেসি বজায় রাখতে সংবাদ জগৎ বদ্ধপরিকর। পাশে থাকুন… #সংবাদ_জগৎ #songbad_jogot