চট্টগ্রামের ২নং গেট এলাকায় পুলিশ বক্সের পাশেই নেশাখোর পিকাপ চালক কে পিটিয়ে আহত করেছে মেসার্স নজরুল ট্রেডিং নামের রডের দোকান কর্মচারী রা।
ঘটনাস্থল থেকে যানা যায় সেই দোকান এর ই পিকাপ চালক ছিলেন আহত ব্যক্তি ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকান কর্মচারী বলেন ” সারাদিন মদ গাঁজা খেত সেই চালক , এবং আজকে সে দোকানের মধ্যেই মদ খাচ্ছিল এরপর দোকান কর্মচারী রা বাধা দিলে সে ওদের ওপর চড়াও হয়ে যায় এবং এক পর্যায়ে সে এক কর্মকর্তা কে হাত দিয়ে আঘাত করে , অতঃপর দোকান কর্মচারী রা সবাই মিলে তাকে উত্তম-মধ্যম দেয় ।
ঘটনাস্থলে পুলিশ এসে পরে আহত পিকাপ চালক কে হাসপাতাল নিয়ে যায় ।