চট্টগ্রাম প্রতিনিধি : মোঃ মাকসুদ ইসলাম ফাহিম এর প্রতিবেদন ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭নং ওয়ার্ড এর বশর মার্কেট এলাকায় মধুবনের ফ্যাক্টরি তে আজ বেলা ১:৩০ এর সময় ভ্রাম্যমাণ আদালত ও RAB এর অভিযান পরিচালিত হয় ।
এসময় ফ্যাক্টরির কর্মচারীরা বাহিরে অবস্থান করে , এবং স্থানীয় সুত্রে জানা যায় খাবারে ভেজাল ও খাবারের গুনগত মান ঠিক না থাকায় মধুবন কোম্পানী কে ১৫ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ।
ফ্যাক্টরির কর্মচারীদের থেকে এ বিষয়ে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি হয় না ।
স্থানীয়রা আরো জানান, বছরে কয়েকবার আসে ভ্রাম্যমাণ আদালত, এবং খাদ্যের গুনগত মান ঠিক না থাকলে জরিমানা করে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান ” সব কোম্পানির খাদ্যের মধ্যে ভেজাল আছে , কোনোটায় কম তো কোনোটায় বেশি , এক্ষেত্রে সব কোম্পানিকেই জরিমানা করা উচিৎ ।
বিশেষজ্ঞরা বলেন ভেজাল খাবার এর ফলে হতে পারে নানাবিধ শারীরিক রোগ ও এই রোগ অনেক বড় মাপের আঁকার ধারণ করতে পারে ।
এসময় RAB এর ৫ টি গাড়ি ফ্যাক্টরির সামনে অবস্থান করতে দেখা গেছে ।