ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে নির্যাতন ও দল বেঁধে ধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত সবুজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবুজ শেখ বাংলাদেশের নাগরিক, পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বেঙ্গালুরু পুলিশ জানায়, বুধবার সকালে বেঙ্গালুরুর রামপুরা এলাকায় গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা ও পালানোর চেষ্টা করে সবুজ। পরে পুলিশ গুলি ছুঁড়লে পায়ে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।