বৃহস্পতিবার (০৩ জুন) জোহরের পর শুভলং জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরকল উপজেলা আওয়ামিলীগের আহবায়ক কমিটির নেতৃত্বে বরকলের ১নং শুভলং ইউনিয়ন, ২নং বরকল ইউনিয়ন, ৩ নং আইমাছড়া ইউনিয়ন সহ ৪নং ভূষনছড়া ইউনিয়নে এই দোয়া মাহফিলের আয়োজন করে বলে জানাযায়। এসময় শুভলং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক,পবিত্র চাকমা। বরকল উপজেলা ছাত্রললীগ এর সভাপতি বেলাল হোসেন সহ আওয়ামীলীগ,ছাত্রলীগ এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মোজাম্মেল হক রেজা কাদেরী হুজুর। বরকল উপজেলা আওয়ামিলীগ আহবায়ক কমিটির সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম মনির এর সাথে যোগাযোগ করলে তিনি আমাদের জানায়, রাঙ্গামাটি জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য আমাদের প্রিয় নেতা জনাব হাজী মোঃ মুছা মাতব্বর মহোদয় করোনা মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা, করোনা সংকটের শুরু থেকেই অসহায় হতদরিদ্র বিপদগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে পৌঁছে গেছেন মানুষের দোয়ারে, সারা মাসব্যাপী সবজি বিতরণ থেকে শুরু করে প্রয়োজনীয় বাজার, ঈদ উপহার, বস্ত্র ও নগর অর্থ বিতরণ সহ সরকারি ও দলীয় সকল কার্যক্রমে উপস্থিত থেকে মানুষের সেবা করেছেন, সেই প্রিয় নেতা এবং তাঁর একমাত্র কন্যা সন্তানের করোনা পজেটিভ হওয়ায় তিনি এবং তার পরিবারের সুস্থতা ও রোগ মুক্তির জন্য আমরা বরকল উপজেলার সব গুলি ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি, এবং সকলের কাছে দোয়া কামনা করছি।