শিক্ষা প্রতিষ্ঠান খুলার দাবিতে ফটিকছড়ি ইউএনও বরাবর ছাত্রসেনার স্মারকলিপি
ফটিকছড়ি প্রতিনিধি : এরমান
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
২৯৬
বার ভিউ
ফটিকছড়ি প্রতিনিধি : এরমান বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ ঘোষিত অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজ ৩রা জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বস্থরের ছাত্রজনতার পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলা ৫ দফা দাবি ও প্রস্তাবনা সম্বলিত স্মারকলিপি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সায়েদুল আরেফিনের মাধ্যমে মাননীয় শিক্ষা মন্ত্রী বরাবর প্রেরণ করেন। স্মারকলিপিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার নেতিবাচক প্রভাব তুলে ধরে খুলার যৌক্তিক কারণ সমূহ উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আজিজুল করিম, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইরফান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছাত্রনেতা মুনতাসির রহমান শাহেদ, লাভলু, জাবের, মিনহাজ সহ ১০ সদস্যের প্রতিনিধি দল।