চট্টগ্রামের ফলমন্ডি ফলের আরতে যেন আম ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না । অন্তত কয়েকশ গাড়ি আম এসে পৌঁছেছে চট্টগ্রামে এর ফলমন্ডি তে । পাঁকা আমের ঘ্রানে মো মো করছে পুরো বাজার । এই আম আসছে রাজশাহী , চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন এলাকা থেকে । এক বিক্রেতার কাছে জিগ্যেস করে যানা যায় এই আম বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০-৫০ টাকা করে পাইকারি দরে । আরতদার রা বলছেন চাঁপাইনবাবগঞ্জে লকডাউন থাকায় যথেষ্ট আম আসতে পারছে না , এবং এইবার আম এর যথেষ্ট পরিমাণ মজুদ না থাকলে সে ক্ষেত্রে আম এর সংকট পেতে পারেন ভোক্তারা ।