চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের বাইরে আউটার স্টেডিয়াম নামে পরিচিত প্র্যাকটিস এর মাঠ আর নেই প্র্যাকটিস করার যোগ্য ।
অবহেলা আর অযত্নে পড়ে আছে একটা ধানের জমির মতো করে ।
অতিতে অনেক বার এই বিষয় নিয়ে চট্টগ্রাম ছাত্রলীগ ও যুবলীগ পদক্ষেপ নিলেও কোন পদক্ষেপেই টনক নড়ে নি কর্তৃপক্ষের ।
তথ্য সুত্র বলে আউটার স্টেডিয়াম এর যায়গায় সুইমিং পুল হওয়ার পর থেকেই অবহেলিত হয়ে আসছে এই আউটার স্টেডিয়াম ।
আগে এখানে চট্টগ্রামের খুদে ক্রিকেটার দের প্র্যাকটিস করতে দেখা যেত । কিন্তু কালের এই বেহাল দশায় এখন আর দেখা যায়না সেই দৃশ্য ।
এভাবেই হারিয়ে যাচ্ছে চট্টগ্রামের অনেক প্রয়োজনীয় স্থান ।
মোঃ মাকসুদ ইসলাম ফাহিম, সংবাদ জগৎ, চট্টগ্রাম