দেশের ৬৪ জেলার অর্ধেকেই করোনার নমুমা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব
প্রতিবেদকের নাম
আপডেটের সময় :
শনিবার, ৫ জুন, ২০২১
১০০
বার ভিউ
দেশের ৬৪ জেলার অর্ধেকেই করোনার নমুমা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব। অথচ এরই মধ্যে কেটে গেছে করোনা মহামারির দেড় বছর। এমনকি উচ্চ সংক্রমণ জেলা চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর জেলায়ও নেই পিসিআর ল্যাব। ফলে ৩২ জেলার নমুনার ফলাফল পেতে অন্য জেলার ল্যাবের ওপর নির্ভর করতে হচ্ছে।